কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিকা উৎপাদনে সোনালি দিনের প্রত্যাশা

কালের কণ্ঠ আ ব ম ফারুক প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৬

বিশ্বে করোনাভাইরাসের প্রতিরোধে বর্তমানে যেসব টিকা ব্যবহৃত হচ্ছে সেগুলোকে ধরন অনুযায়ী ভাগ করলে পাঁচ রকমের পাওয়া যায়। যেমন ১. এম-আরএনএ টিকা (যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক কম্পানির যৌথ উদ্যোগ, যুক্তরাষ্ট্রের মডার্না); ২. এডিনোভাইরাস ভেক্টরভিত্তিক টিকা (যুক্তরাজ্যের অক্সফোর্ড ও সুইডেনের অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগ, রাশিয়ার স্পুিনক ভি, যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসন, কাজাখস্তানের কাজভ্যাক, ইরানের কোভ-ইরান বারেকাত ও কোভ-পার্স); ৩. নিষ্ক্রিয় ভাইরাসভিত্তিক টিকা (গণচীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, ভারতের ভারত বায়োটেকের কোভ্যাক্সিন); ৪. প্রোটিন সাব-ইউনিট টিকা (কিউবার সবেরানা ১, সবেরানা ২ ও আবদাল্লা, যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স); এবং ৫. ডিএনের খণ্ডিতাংশ দিয়ে তৈরি টিকা (অতি সম্প্রতি ভারতের জাইডাস কাডিলা হেলথকেয়ারের জাইকভ-ডি)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও