ফেসবুকীয় সহিংস মানসিকতার বিষফোড়ার অস্ত্রোপচার!
ছোটবেলার একটা গল্প দিয়েই আজকের লেখা শুরু করতে চাই। আমাদের ছোটবেলার অনেক কর্মই বড়বেলার চলার পথকে যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি জীবনমানও সমৃদ্ধ করে বলে আমার বিশ্বাস। নিজের অভিজ্ঞতায়ও তা প্রমাণ মিলেছে বারংবার। ছোটবেলায় আমি ডায়েরি লিখতাম। আজও লিখি। নানান ধরনের কথা আছে সেই ডায়েরিতে। লিখি নিজের কথা, নিজের অনুভূতির কথা। থাকে পরিবার এবং সমাজ নিয়ে নানান ভাবনার কথা। আরো কতো শত গল্প থাকে সেই ডায়েরিতে! যেই কথাগুলো একান্তই আমার গল্প।
এটাও এক ধরনের যোগাযোগ। যোগাযোগ বিদ্যায় যার নাম ‘অন্তঃব্যক্তিক যোগাযোগ’। সহজ কথায় নিজের সঙ্গে যোগাযোগ। এই গল্পগুলো গণমাধ্যমের জন্য নয়। ছোটবেলায় যখন ডায়েরি লিখতাম সেই কথা কাউকে জানাতে চাইতাম না। কারণ ডায়েরি মানেই তো ব্যক্তিগত। ব্যক্তিগত মনের ভাবনা সবার জন্য উন্মুক্ত করার নাম স্বাধীনতা নয়। ছোটবেলায় স্বাধীনতাবোধের এই শিক্ষার হাতেখড়ি পরিবার থেকে।