কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাবুল বেতাল ঢাকায় তাল গাছ কার?

জাগো নিউজ ২৪ কাবুল মোস্তফা কামাল প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:১৯

ইতিহাস বলে, কাবুল বেতাল হতে মৌসুম লাগে না। তেমন কারণও লাগে না। আজতক সেই বেতাল-উতালের ফয়সালা হয়নি। হয়ও না। ঘটনার পর আফগানরা সবাই সবাইকে দোষে। নানা জাতে-উপজাতে বাগড়া করে। তদ্দিনে আবার ডান-বামে বেতাল হয়। রাশিয়া, চীন, পাকিস্তান, তুরস্কসহ মধ্যপ্রাচ্য যার-যার হিসাব কষে নেয়।


উদ্ভট-উৎকটে সময় চলে যায় আফগানদের। আগেরটা তেমন মনে রাখে না। তাল খুঁজে পায় না তারা। এবারও তেমন ব্যতিক্রম নয়। বাংলাদেশ তালহীন নয়। এখানে তাল বড় পরিচিত শব্দ। তালের নানা অর্থ। গান-সুর- লয়ের সঙ্গে তাল বেশ পরিচিত বাংলায়। ফল হিসেবে তো আছেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও