কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিক্ষা প্রতিষ্ঠানে যাবার আগে শিক্ষার্থীদের সচেতন করতে হবে

চ্যানেল আই সম্পাদকীয় প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫২

বাড়িতে বসে থেকে থেকে হাঁপিয়ে উঠা শিক্ষার্থীরা আবারও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে আবারও মুখরিত হবে স্কুল-কলেজ প্রাঙ্গন, আর পর্যায়ক্রমে সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে একটানা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। বিষয়টি নিয়ে ইউনিসেফসহ বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠান বিশ্বব্যাপী নানা সময়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। এই বাস্তবতায় শিক্ষাপ্রতিষ্ঠানের দরজাগুলো খোলার সিদ্ধান্ত সঠিক ও সময়োপযোগী।


বহুদিন বাড়িতে অবস্থান করা ও করোনাকালীন নানা বিধিনিষেধের কারণে শিক্ষার্থীরা অনেকটাই শারীরিক ও মানসিকভাবে অপ্রস্তুত। কাজেই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে মূল যে চ্যালেঞ্জটি সামনে এসেছে, তা হলো স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে স্কুল-কলেজ খোলা। যদিও একাধিক গবেষণায় দেখা গেছে, স্কুল-কলেজ কাঠামোর মধ্যে সংক্রমণ সাধারণত কমিউনিটি সংক্রমণের হারের চেয়ে কম হয়, যদি তারা করোনা প্রতিরোধের কৌশলগুলো মেনে চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও