পরাহ্ণে পদোন্নতি

দেশ রূপান্তর মঈদুল ইসলাম প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০৩

পদোন্নতি বড়ই কাক্সিক্ষত সবার। পদ বাড়লে মান বাড়ে, ক্ষমতা বাড়ে, অর্থ বৃদ্ধিযোগও থাকে। তাই, চাকরি-বাকরিতে শুধু নয় পদধারী সবারই সরল বাসনা পদোন্নতি। পাতি নেতার প্রত্যাশা হাফ-নেতা, হাফ-নেতার খায়েশ ফুল-নেতা। তবে, পদোন্নতি রাতারাতি পাওয়ার নয়। হাল জমানার বাংলায়ও কিছু দপ্তরে পদোন্নতি যেমন ঘটছে তাও ঠিক রাতারাতি নয়, পূর্বাহ্ণ, মধ্যাহ্ন, অপরাহ্ণ গড়িয়ে শেষে রাত-দুপুরে। যোগদানও তাই রাত পোহাবার আগে। সেলিব্রেট, উদযাপন শুরু হয় মধ্যরাতে। পদোন্নতি তো উদযাপনেরই ব্যাপার বটে। আমার জজিয়তি চাকরি জীবনের প্রথম পদোন্নতির চিঠি পেয়েছিলাম ১৫ দিন পরে। সেই পদোন্নতিতে মানও বাড়েনি, ক্ষমতাও বাড়েনি। আসলে কিন্তু পদটাও বাড়েনি, বেতন বেড়েছিল ১৫০ টাকা মাত্র। উদযাপন, সেলিব্রেট দূরে থাক প্রকাশই করা যায়নি কারও কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও