স্বপ্ন ছোঁয়ার প্রতীক্ষায় বাংলাদেশ
বিজ্ঞানী, লেখক, রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম উপমহাদেশের অন্যতম স্বপ্নবাজ মানুষ। স্বপ্ন নিয়ে এ পি জে আব্দুল কালামের অনেক সুন্দর সুন্দর উক্তি আছে। তিনি বিশ্বাস করতেন, ‘স্বপ্ন ও স্বপ্নবাজরা সব সময় সীমা ছাড়িয়ে যেতে পারেন।’ তাই তিনি সবাইকে স্বপ্ন দেখতে ও স্বপ্নের পেছনে তাড়া করতে উদ্বুদ্ধ করতেন। কারণ ‘স্বপ্ন না দেখলে তো তা সত্যি হবে না’। তাঁর মতে, ‘স্বপ্ন দেখতে হবে। কারণ স্বপ্নটা চিন্তায় পরিণত হয়। চিন্তা মানুষকে কর্মে অনুপ্রাণিত করে।’ এ পি জে কালাম স্বপ্ন দেখার এই বিষয়টির গুরুত্ব শৈশবে তাঁর শিক্ষকের কাছ থেকে অনুধাবন করতে পেরেছেন। ছোটবেলায় তাঁর শিক্ষক শিব সুব্রামনিয়াম আয়ার শ্রেণিকক্ষের বোর্ডে একটি পাখি এঁকে জানতে চেয়েছিলেন, পাখির মতো উড়তে পারবে? বিষয়টি তাঁর ছোট মনে বেশ নাড়া দিয়েছিল, তিনি পাখির মতো ওড়ার জন্য যুদ্ধবিমানের পাইলট হতে চেয়েছিলেন। সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে তিনি দমে যাননি।
- ট্যাগ:
- মতামত
- অনুপ্রাণিত
- এ পি জে আব্দুল কালাম