অতিমারির তীব্র থাবায় ডেঙ্গুর মরণকামড়
অতিমারির এই মরণ থাবায় নতুন করে যোগ হয়েছে ডেঙ্গু। এ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। বৈশ্বিক মহামারির এই বিপর্যয়ে পৃথিবী কোভিড-১৯-এর ভয়াবহতা সামলাতেই পর্যুদস্ত যখন, বাংলাদেশকে একসঙ্গে দুটি জীবননাশী মহারোগকে সামলাতে হচ্ছে ঠিক তখনই। জুলাই মাসে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের ক্ষেত্রে প্রতিদিনই প্রতিদিনের রেকর্ড ভেঙেছিল।
তার মাঝেই মারাত্মক রূপ নিতে শুরু করেছিল ডেঙ্গু জ্বর। অনেক রোগী একই সঙ্গে ডেঙ্গু ও কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। আমাদের দেশে জুন থেকে সেপ্টেম্বর ডেঙ্গু জ্বর ব্যাপক হারে ছড়িয়ে পড়ার সময়। প্রতি বছরের মতো এবারেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে হাসপাতালগুলোতে।