সাক্ষরতা ও জীবনব্যাপী শিখন
আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এবারও এ দিবসটি পালিত হতে যাচ্ছে করোনাভাইরাসের উপস্থিতিতে। ইউনেস্কো ২০২১ সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে 'মানবকেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা :কমে আসুক ডিজিটাল বৈষম্য।'
বলার অপেক্ষা রাখে না, সরকারি-বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টার ফলে সাক্ষরতা এবং মৌলিক শিক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
বিশ্বে অন্তত ৭৯ কোটি মানুষ আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী 'নিরক্ষর', যা পৃথিবীর মোট দক্ষিণ এশিয়ায় সাক্ষরতার দিক থেকে বাংলাদেশের অবস্থান মাঝামাঝি পর্যায়ে। মালদ্বীপ (৯৮ শতাংশ) এবং শ্রীলঙ্কা (৯২ শতাংশ) বাংলাদেশ থেকে এগিয়ে।