তালেবান চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে তো?
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেওয়ার মধ্য দিয়ে তালেবানের বিজয় এবং আমেরিকার পরাজয় ঘোষিত হলেও পুরো আফগানিস্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখনও সম্পন্ন করতে পারেনি তালেবান। কাবুলের উত্তর-পূর্বের পানশির প্রদেশ দখলের জন্য মরিয়া চেষ্টা চালিয়েও সফল হওয়ার খবর এখন পর্যন্ত জানাতে পারেনি তালেবান। সেখানে নিয়ন্ত্রণ আছে তালেবানের বিপক্ষ গ্রুপের নেতা আহমেদ শাহ মাসুদের বাহিনীর। একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের চেষ্টাও এখনও সফল পরিণতি পায়নি।
গত ৩ সেপ্টেম্বর বাদজুমা মন্ত্রিসভা ঘোষণার কথা থাকলেও তা করা সম্ভব হয়নি। মতানৈক্য না হওয়াতেই এই বিলম্ব বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানে বিভিন্ন আঞ্চলিক, নৃতাত্ত্বিক ও সামাজিক যে বিভাজন আছে তাতে সমন্বয় সাধন খুব সহজ কাজ নয়। ৪ সেপ্টেম্বর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালক লে. জে. ফাইজ হামিদের কাবুল সফর এবং তালেবান নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের খবরে অনেকেরই চোখ কান সজাগ হয়ে উঠেছে।