![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F06%2Fssss.jpg%3Fitok%3DsVbeWGhO)
গৃহবধূকে ধর্ষণের পর নির্যাতন, গর্ভের শিশু মেরে ফেলার অভিযোগ
কিশোরগঞ্জ সদরে এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্তা এক গৃহবধূকে ধর্ষণের পর শারীরিক নির্যাতনে গর্ভের সন্তান ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী মাইজখাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বকুল মিয়াকে আসামি করে জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নং-১ এ একটি মামলা করেছেন।