![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/09/06/2317511_kalerkantho-2021-5-pic-9.jpg)
দিল্লির চিঠি: কাবুল কোন পথে
ঘটনাস্থল ওয়াশিংটন, পেন্টাগনের ব্রিফিং রুম। নাইন-ইলেভেন, বিন লাদেনের ভয়ংকর সেই আক্রমণের দুই সপ্তাহ পরের কথা। আফগানিস্তানের বিরুদ্ধে সেদিন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করেছে। পেন্টাগন ব্রিফিং রুমে সাংবাদিকরা মার্কিন প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ডকে প্রশ্ন করলেন, ‘তাহলে আপনারা আফগানিস্তানে আক্রমণ শুরু করে দিলেন?