You have reached your daily news limit

Please log in to continue


সক্ষমতা নেই তবুও ডেঙ্গু ডেডিকেটেড

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেবল চলতি মাসের ৪ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৪৫ জন আর মারা গেছেন পাঁচজন। দেশে চলতি বছরের শুরু থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৫০১ জন আর মারা গেছেন ৫১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ২৭৩ জন।

যত দিন যাচ্ছে, ডেঙ্গু পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। আগের তুলনায়  গুরুতর অসুস্থতার হারও বাড়ছে। গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাশেদুল হাসান কনক বাংলা ট্রিবিউনকে জানান, আগের তুলনায় এ বছর ডেঙ্গুর শুরুতেই তীব্র জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা ও বমির উপসর্গ দেখা যাচ্ছে। আর শিশুদের ক্ষেত্রে পেট ব্যথাও লক্ষ করা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন