![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F03%2Fxulbnjkr7jo4ff4pvjmapzfg6m.jpg%3Fitok%3DKD-hL_DL)
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে থাইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। ওচা পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিনই রাস্তায় নামার অঙ্গীকার করেছে তারা। ব্যাংককের কেন্দ্রস্থল অশোক স্টেশনের বিক্ষোভ এ বছর সংঘটিত সবচেয়ে বড় বিক্ষোভগুলোর অন্যতম।