আজ, বুধবার পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্পতালুকে একটি পলিফিল্ম কারখানার শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হচ্ছে ওই পলিফিল্ম কারখানাটি। সেখানে কয়েকশো কর্মসংস্থানের সুযোগ হবে বলে মনে করা হচ্ছে। আজ দুপুর দেড়টা নাগাদ পানাগড় শিল্পতালুকে পলিফিল্ম কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা মুখ্যমন্ত্রীর। ওই কারখানাটির উৎপাদন শুরু হতে তিন বছর সময় লাগবে বলে জানা গিয়েছে। অর্থাৎ ২০২৪ সালে কারখানাটিতে পুরোদস্তুর উৎপাদন শুরু হবে বলে মনে করা হচ্ছে। কারখানার শিলান্যাসের পর আজই কলকাতায় ফিরতে পারেন মমতা। অন্য দিকে, মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিল্পশহরকে। ফলে আজ নজর থাকবে তাঁর এই সফরের দিকে।
You have reached your daily news limit
Please log in to continue
News of the day: পানাগড়ে শিল্প শিলান্যাসে মমতা, পঞ্জশিরও জয়ের পথে তালিবান, আজ নজরে আর কী কী
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন