![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funo-20210901051914.jpg)
ব্যবসায়ীদের ওপর লাঠিচার্জ, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইউএনও’র নির্দেশে ব্যবসায়ী ও ক্রেতাদের ওপর আনসার সদস্যদের লাঠিচার্জের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে কেশরগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।