ডিমলায় তিস্তার স্পারে ভাঙন, হুমকিতে আশ্রয়ণ প্রকল্প
তিস্তা নদীর স্পার বাঁধ ভেঙে নীলফামারীর ডিমলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চারটি চরগ্রামের সহ্রসাধিক পরিবার পানিবন্দি হয়েছে।
অব্যাহত ভাঙনে হুমিকর মুখে পড়েছে ওই ইউনিয়নের কুঠিপাড়া আশ্রয়ণ প্রকল্পটি।
বাঁধ রক্ষায় মঙ্গলবার ভাঙন স্থানে বালির বস্তা ফেলেছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে বিকালে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এর আগে সোমবার পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি দল এলাকা পরিদর্শন করেছে।
ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান জানান, গত রোববার (২৯ অগাস্ট) তিস্তা নদীর পানির তোড়ে ডিমলার ঝুনাগাছ চাপনী ইউনিয়নের ভেন্ডাবাড়ী গ্রামে নদীর দুই নম্বর স্পার বাঁধে ভাঙন দেখা দেয়।