যে কারণে বাহুমূলে কালচেভাব হয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ১৮:০৩

চিকিৎসা, ওষুধ কিংবা বংশগত কারণেও বাহুমূলের নিচে কালচেভাব দেখা দেয়।


আর যাদের এই সমস্যা রয়েছে তারা হয়ত নানানভাবেই সমস্যা সমাধানের চেষ্টা করেন। তবে সমস্যার কারণটা আগে জানতে পারলে সে হিসেবে ব্যবস্থা নিলে সমাধান সম্ভব।


যে কারণে হয়


কালচে বাহুমূলের পেছনে রয়েছে নানান কারণ। সাধারণত চিকিৎসা, ওষুধ এমনকি বংশগতিও প্রভাব রাখে বাহুমূল কালচে হওয়ার পেছনে। এছাড়া ত্বকের রং, ধরন ইত্যাদিও প্রভাব রাখে।


নিউ ইয়র্কয়ের বোর্ড প্রত্যয়িত ত্বক বিশেষজ্ঞ ডা. মারিসা গার্শিক বলেন, “সংবেদনশীল ত্বকের অধিকারিদের ফুসকুড়ি, র‍্যাশ ও জ্বালাপোড়ার কারণে হাইপারপিগ্মেন্টেইশন দেখা দিতে পারে।”  


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও