আফগানিস্তান : দৃষ্টি দূরে থাকুক, নজর কাছে থাকুক
‘এই তালেবান সেই তালেবান নয়, এরা নব্বইয়ের দশকের সেই তালেবানের মতো জঙ্গি নয়, অশিক্ষিত নয়, গোঁড়া নয়’ এখন পর্যন্ত এমন একটা আত্মপ্রসাদের ভেতর আছে আমাদের লিবারেল সেক্যুলার সম্প্রদায়। তাই আফগানিস্তানে ক্ষমতার পরিবর্তন নিয়ে এক প্রকার নীরবতাই পালন করছে বাংলাদেশের উদারনৈতিক রাজনৈতিক ও সুশীল সমাজ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি শাখায় উচ্ছ্বাসের প্রকাশ দেখাচ্ছে সাম্প্রদায়িক ও মৌলবাদী মনোভাবাপন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী বুদ্ধিজীবী ও রাজনৈতিক শক্তিগুলো। তারা বরং চাইছে, তালেবানরা সেই পুরোনো চেহারায় ফিরুক।
আফগানিস্তান সম্পূর্ণভাবে দখল করে সন্ত্রাসের শব্দ তুলে ফিরেনি তালেবান। এখন পর্যন্ত বেশ সংযত আচরণ তাদের। কাবুল থেকে আমেরিকার সেনা প্রত্যাবর্তন ঘটছে, মানুষ পালাচ্ছে তালেবানরা কোনো বাধা দেয়নি। তবে তাদের উপর হামলা করেছে আইএস, সেখানে আবার তালেবানরাও মারা গেছে। এমন সব ছবির মাঝে ভাবনা একটাই প্রজাপতির মতো নির্ভার থাকবে কি না দক্ষিণ এশিয়া।