শোকের মাস আগস্ট চলে গেল
গতকাল ছিল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। হিন্দু সম্প্রদায়কে শুভ কামনা ও অভিনন্দন। যে মাসে আমার কপাল পুড়েছে সেই শোকের মাস আগস্ট চলে গেল। পরবর্তী আগস্ট পাব কি না জানি না। গাছের শিকড় কাটা গেলে সে গাছ আর বাঁচে না। বিশেষ করে মূল শিকড় কাটা গেলে কোনো গাছেরই দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। ’৭৫-এর ১৫ আগস্ট বাঙালি জাতির মারাত্মক ক্ষতি হয়েছে। বাংলাদেশের গণমানুষের ওপর এক মহাবিপর্যয় নেমে এসেছিল।
কিন্তু আমি এতিম হয়েছি। কতজনের জানাজায় যাই, মুর্দার কবরস্থ করি। প্রাণহীন দেহ বেশি সময় রাখা যায় না, পচন ধরে। শ্বাস-প্রশ্বাস নিয়ে যে মানুষ সবার প্রিয় হয়ে বিচরণ করে সেই মানুষেরই মহামূল্যবান প্রাণ হারিয়ে নিথর পড়ে থাকলে তার কোনো মূল্য থাকে না।