জনপ্রশাসন: কল্যাণমূলক রাষ্ট্র এবং প্রশাসনিক সংস্কার
করোনা মহামারি মোকাবিলায় সারাবিশ্ব হিমশিম খাচ্ছে। প্রায় দেড় বছর ধরে বিশ্বের প্রায় সব অঞ্চলে এই মহামারির বিরুদ্ধে যুদ্ধে মহাপরাক্রমশালী রাষ্ট্র থেকে শুরু করে উন্নয়নশীল প্রায় সব দেশই এককথায় পরাস্তই হয়েছে বলা চলে। কোনো কোনো দেশে এই দুর্যোগ মোকাবিলায় পরিকল্পনাহীনতা, সমন্বয়হীনতা, দায়িত্বহীনতা এবং অব্যবস্থাপনার অভিযোগে সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হয়, মন্ত্রিত্বের রদবদল পর্যন্ত ঘটেছে। ব্যর্থতা বা বিচ্যুতির দায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নীতিনির্ধারক রাজনীতিক এবং বাস্তবায়নকারী কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক দোষারোপের ঘটনাও ঘটেছে।