অব্যবস্থাপনায় ডুবে আছে ‘ডুবুরি প্রকল্প’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২০১৮ সালে দেশের জলভাগ ও নৌ-রুটে দুর্ঘটনায় কবলিত ব্যক্তিদের উদ্ধারে তিন বছর মেয়াদী 'ডুবুরি ইউনিট সম্প্রসারণ'র উদ্যোগ নেয়, যেটি গত জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও অগ্রগতি মাত্র ১৫ শতাংশ।
প্রকল্পের সময়সীমা শেষ হয়ে গেলেও মূল সরঞ্জামাদির কোনোটিই তারা সংগ্রহ করতে পারেনি। যেগুলো সংগ্রহ করেছে, সেগুলোর বেশিরভাগেরই আবার ওয়ারেন্টির মেয়াদ প্রায় শেষের পথে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে বিষয়গুলো উঠে এসেছে।
আইএমইডি'র প্রতিবেদন অনুযায়ী, মূলধন ব্যয় খাতের মাত্র ১৬ ভাগ ব্যয় হলেও যোগাযোগ খাত ও অফিস সরঞ্জামাদি খাতের সব টাকাই ব্যয় হয়েছে। যার মধ্যে ৫৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্প পরিচালকের একটি গাড়িও রয়েছে, যেটি প্রকল্পের কাজ শুরুর প্রথম বছরেই কেনা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
যুগান্তর
| বেইলি রোড
১০ মাস, ২ সপ্তাহ আগে