You have reached your daily news limit

Please log in to continue


লালসালু উপাখ্যানের রাজনীতির দিন শেষ

চন্দ্রিমা উদ্যানে লালসালু উপাখ্যানের মতো সেনা শাসক জিয়ার মাজার স্থাপনের যে ঘটনা তৎকালীন বিএনপি সরকার ঘটিয়েছিল, চল্লিশ বছর পর আজ ইতিহাস কথা বলতে শুরু করেছে l জাতির কাছে আজ উন্মোচিত হচ্ছে চন্দ্রিমার লালসালু উপাখ্যানের ইতিবৃত্ত l জাতি আজ জানতে পারছে ইতিহাস l 'ye shall know the truth, and the truth shall make you free'.

সপরিবারে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে মুক্তি সংগ্রামের আদর্শ বিরোধী শক্তি শুধু হত্যা-ষড়যন্ত্রের রাজনীতিই শুরু করেনি, তারা এদেশে মিথ্যা আর অপপ্রচারের রাজনীতি প্রতিষ্ঠিত করেছিল l মিথ্যার রাজনীতিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো l মিথ্যার রাজনীতি প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্য ছিল l

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন