![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/28/murad-jamalpur-280821-01.jpg/ALTERNATES/w640/murad-jamalpur-280821-01.jpg)
বঙ্গবন্ধুর খুনিরা পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়: তথ্য প্রতিমন্ত্রী
যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায় তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান। শনিবার সরিষাবাড়ি উপজেলাধীন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, যারা বাংলাদেশের সকল ইতিহাস মুছে ফেলতে চায়, যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তারা এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।