গদ্যলেখক কবিতার কাছে
মতি নন্দী জানতে চাইলেন, ‘কবিতা পড়েন না? গল্প লেখার সময়ে?’ চমকে তার মুখের দিকে তাকিয়েছিলেন দেবেশ রায়। আর ভেবেছিলেন, সে কী, তার এত গোপন কথা মতি নন্দী জানলেন কী করে? দেবেশ রায় কবিতা পড়ার বিষয়টা স্বীকার করতেই মতি জানিয়েছিলেন, ‘আমি তো কবিতাই পড়ি শুধু, গল্প শেখার সময়ে, বিষ্ণু দে।’ জীবনানন্দ দাশকে নিয়ে ‘গন্ধের কথাও তুলিনি’ শিরোনামে দেবেশ রায় লিখেছেন, মতি নন্দীর বিষ্ণু দে-অনুরাগের ফল তার একটি গল্পের শিরোনাম ‘তাপের শীর্ষে’, বিষ্ণু দের কবিতা থেকে।