যত বেশি সময় শিশুরা স্কুলের বাইরে থাকবে ফেরার সম্ভাবনা তত কবে যাবে
যত বেশি সময় শিশুরা স্কুলের বাইরে থাকবে, সহিংসতা, শিশুশ্রম ও বাল্যবিয়ের ঝুঁকির কারণে তাদের স্কুলে ফেরার সম্ভাবনা তত কমে যাবে বলে ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে। তারা বলছে, দীর্ঘ সময় সরাসরি পাঠদান বন্ধ থাকলে পড়াশোনার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য, সুরক্ষা ও মনস্তাত্ত্বিক সুস্থতার ওপর গুরুতর প্রভাব পড়ে।
ইউনিসেফ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ সময় বন্ধ থাকা স্কুলগুলো দ্রুত খুলে দিতে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তার জন্য বিস্তৃত পরিসরে পদক্ষেপ নিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকারের প্রতি আহবান জানিয়েছে। গত মঙ্গলবার জাতিসংঘের শিশু তহবিলের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই আহবান জানানো হয়।