প্রেসার কুকারের রাবার ব্যান্ড ঢিলে হয়ে গেলে করণীয়
বার্তা২৪
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ১৯:০৯
ঝটপট রান্নায় গৃহিণীদের বড় ভরসা প্রেসার কুকার। তবে কয়েকমাস টানা ব্যবহারের ফলে প্রেসার কুকারের ঢাকনায় থাকা রাবার ব্যান্ড ঢিলে হয়ে যায়। আর তখন ব্যান্ড বদলে নেওয়াই হয় একমাত্র ভরসা। কিন্তু কাজ চালানোর জন্য সাময়িকভাবে কিছু টিকস ফলো করে আবারও টাইট করে ফেলতে পারেন প্রেসার কুকারের রাবার ব্যান্ড।
- ট্যাগ:
- লাইফ
- প্রেসার কুকার
- রাবার ব্যান্ড