![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F06%2F26%2Fbc11542a2d7536a4b1116c641ec5bc11-60d625977b482.jpg%3Fjadewits_media_id%3D733175)
করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যা বললো চীন
চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তির কথা আবারও নাকচ করে দিয়েছে বেইজিং। এজন্য বরং যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।
সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত জানুয়ারি মাসে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল সেটি উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র। ওই রিপোর্টে বলা হয়েছিল, কোনও গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি।