বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিশন হোক
আগস্ট মাস শোকের মাস। ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি নিকৃষ্টতম দিন ও কলঙ্কিত অধ্যায়। পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ডের নজির আছে। কিন্তু অন্তঃসত্ত্বা নারী, শিশুসহ সপরিবারে এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের নজির পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বিচার প্রক্রিয়া বন্ধ করা, আত্মস্বীকৃত খুনিদের পুনর্বাসিত করে পুরস্কৃত করা এবং বিচারকার্যে বিচারকদের বিব্রত হওয়া ইত্যাদি নানাভাবে এ হত্যাকাণ্ড আলোচিত।
হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচারের রায় আমরা দেখেছি। কিন্তু খুনিদের মদদদাতা কারা ছিল, কারা এর মূল পরিকল্পনাকারী? তাদের ব্যাপারে জনগণ জানতে চায়। তাদেরও বিচারের আওতায় এনে স্বরূপ উন্মোচন করা সময়ের দাবি। এই হত্যাকাণ্ডে একাত্তরের পরাজিত শক্তি, রাজনীতিবিদ, সামরিক আমলা, সিভিল আমলা ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত ছিল। ইতিহাসের পথপরিক্রমায় দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থা, গণমাধ্যম ও সাংবাদিকদের তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রমাণিত সত্য যে, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান এ হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে এবং তারাই মূল পরিকল্পনাকারী।