টিকার অপ্রাপ্তি, সংকট ও সমাধান
করোনা টিকা নিয়ে আমাদের দুই ধরনের অভিজ্ঞতাই হচ্ছে; আশা ও নিরাশা এবং অর্জন ও বিসর্জন। করোনা টিকার প্রারম্ভটা ছিল আমাদের দারুণ; যখন বিশ্বের উন্নত দেশগুলোও টিকার জোগান করতে পারেনি, তখনই আমরা টিকার জন্য চুক্তি, অর্থ লগ্নি করা এবং টিকার প্রথম চালান পেয়ে টিকা কার্যক্রম উদ্বোধন এবং সারাদেশ জুড়ে টিকা দেওয়া শুরু করে প্রায় হৈ চৈ ফেলে দেওয়ার মতো অবস্থায় পৌঁছাই।
ভারতের সেরাম ইন্সটিটিউটের সাথে চুক্তিকৃত টিকা এবং কোভ্যাক্স উদ্যোগের টিকার সমন্বয়ে প্রাধিকার তালিকা ধরে ক্রমান্বয়ে দেশের সকল নাগরিকদের টিকা দেওয়ার নীল নকশা বেশ পাকাপোক্ত প্রতিভাত হতে থাকে।