দিল্লির চিঠি: একসঙ্গে ভবিষ্যৎ পথরেখা রচনা করতে হবে
আরবি ভাষায় ‘তালেবান’ শব্দটির অর্থ হলো ‘ছাত্র’ কিন্তু গোয়েন্দা বাহিনীর সরকারি রিপোর্টে ‘তালেবান’ শব্দটির মানে হয়ে দাঁড়াল জঙ্গি, সন্ত্রাসবাদী। সিআইএ এবং কেজিবির ফাইলে শব্দটার প্রবেশ হলো। এরপর আফগানিস্তানের মাটিতে তালেবানের বিদ্রোহ বিভিন্ন সময়ে বিভিন্নরূপে দেখা গেছে। আজ ইসলামিক ইমিরেটের প্রত্যাবর্তন হচ্ছে আফগানিস্তানে।