নতুন নির্বাচনের কমিশন: সরকারের ভূমিকাই বড়
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ২১ আগস্ট ২০২১, ২১:০২
২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদসের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে৷ ২০১৭ সালে সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই কমিশন গঠন করা হয়েছিল৷ আগামী ১৫ ফেব্রুয়ারি আগেই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নাম চূড়ান্ত করতে হবে৷ জানা গেছে , এবারও রাষ্ট্রপতি সংবিধান এবং আইনের আলোকে সার্চ কমিটির মাধ্যমে তাদের নিয়োগ দিবেন৷ ২০১২ সালেও সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হয়৷ তার আগে সংবিধান সংশোধন করে কমিশন সদস্য বাড়িয়ে পাঁচজন নির্দিষ্ট করা হয়৷ একজন নারী সদস্য রাখার বিধানও যুক্ত করা হয়৷ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুইবার সব পক্ষের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করা হয়৷