![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/08/18/image-268452-1629280826.jpg)
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক অসুস্থ
ইত্তেফাক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ১৫:৪৫
উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক, অধ্যাপক হাসান আজিজুল হক কোমরে ব্যথা পেয়ে প্রায় একমাস ধরে অসুস্থ অবস্থায় বিছানায় শয্যাশায়ী রয়েছেন। বাথরুমে পড়ে গিয়ে তিনি কোমরে ব্যথা পান। এ অবস্থায় তিনি কাছের মানুষজনকেও চিনতে পারছেন না বলে তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইমতিয়াজ হাসান মৌলী জানান।