তালেবানের কাবুল দখলের আজ তৃতীয় দিন। আফগানিস্তান জুড়ে বিশৃঙ্খলা, আতঙ্ক আর চোরাগুপ্ত সন্ত্রাসের ভয়ংকর মুখ বৃহত্তর সন্ত্রাসকে চওড়া করছে। বাড়িঘর ছেড়ে মানুষ পালাচ্ছে। যেমন দক্ষিণ দিকে, তেমনি উত্তর সীমান্তপথে। কে কোথায় আশ্রয় নেবে, ঠিক নেই। ভাবদর্শের দিক থেকে সম্পূর্ণ বিরুদ্ধ উজবেকিস্তান আর তাজিকিস্তান দরজা খুলে দিয়েছে, মানবিকতার কারণে। কিন্তু দূরদূরান্ত থেকে সব মানুষের এসব দেশে পাড়ি দেবার সাহস কোথায়? খানাখন্দে ভরা রাস্তা, বন্ধুর পথ।
You have reached your daily news limit
Please log in to continue
আন্তর্জাতিক কূটনীতির আরেক দুর্বিষহ রণক্ষেত্র হয়ে উঠবে আফগানিস্তান
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন