কে বসাবে, কে চালাবে, কে সারাবে—কেউ জানে না

প্রথম আলো গওহার নঈম ওয়ারা প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ১২:১৩

খবরের কাগজের পাতা ওলটালেই নজরে আসে অমুক হাসপাতালে তমুক চিকিৎসাযন্ত্র অকেজো, তমুক হাসপাতালে যন্ত্রের বাক্স খোলাই হয়নি। কোথাও যন্ত্র আছে, চালানোর লোক নেই; কোথাও লোক আছে, যন্ত্র নেই। কোনো হাসপাতাল না চাইতেই পেয়ে গেছে অজানা-অচেনা যন্ত্রপাতি, কেউ আবার বারবার চেয়েও প্রয়োজনীয় যন্ত্রটি পাচ্ছে না।


সব মিলিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা যাচ্ছে, কিন্তু হাসপাতালের যন্ত্রপাতি মানুষের কাজে আসছে না। মাঝেমধ্যে এসব খবর ভেতরের পাতা থেকে সামনে আসে। আবার কখনো চলে যায় বিশেষ দ্রষ্টব্যের শেষ পাতায়। সংবাদকর্মীরা যন্ত্রপাতির এমন অবস্থার কারণ জানতে চাইলে হাসপাতালে খুব কম কর্মকর্তাই মুখ খোলেন। তাঁরা ‘বোবার শত্রু নাই’ নীতি মেনে কুলুপ এঁটেই থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও