কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জনশূন্য কাবুলে বন্ধ দোকান-পাট, পালিয়েছে নিরাপত্তা বাহিনী

ঢাকা পোষ্ট কাবুল প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ১৮:০৩

কোনও ধরনের লড়াই ছাড়া তালেবানের বিদ্রোহীরা আফগানিস্তানের রাজধানী দখলের নেওয়ার পরদিন সোমবার সকালে কাবুলের রাস্তা ছিল অনেকটা জনমানবশূন্য, দোকান-পাট ছিল বন্ধ, পালিয়েছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তবে দেশ ছাড়তে মরিয়া হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে বিমানবন্দরে। এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানের ডানায় চড়ে দেশ ছাড়ার চেষ্টার সময় চলন্ত বিমান থেকে তিনজনকে মাটিতে আছড়ে পড়তে দেখা গেছে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের টার্মিনালের নিরাপত্তা বেষ্টনীর দিকে শত শত মানুষ লাগেজ নিয়ে ছুটছেন। এ সময় গোলাগুলির শব্দও শোনা যায়। বিমানবন্দরে হাজার হাজার মানুষের হুড়োহুড়িতে অন্তত পাঁচ জনের প্রাণহানি ঘটেছে। তবে তারা পদদলিত হয়ে নাকি গুলিতে মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও