কাবুল ছাড়া সব বড় শহর তালেবানদের কবজায়
দ্রুতগতিতে গোটা আফগানিস্তান নিজেদের দখলে নিয়ে এসে এখন কাবুলের অভিমুখে তালেবানরা, শঙ্কা বাড়ছে দেশটির রাজধানীতে।
রবিবার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের শহর জালালাবাদ বিনা যুদ্ধে দখলে নেয় তালেবানরা, এখন শুধুমাত্র কাবুল শহরটিই সরকারের নিয়ন্ত্রণে আছে।
শনিবার দেশটির উত্তরের শহর মাজার-ই-শরীফ দখল করে তালেবানরা।
সরকারি বাহিনীগুলোর এমন বিপর্যয়ের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির ওপর পদত্যাগের চাপ বাড়ছে।