কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিশুক স্যার : ব্রডকাস্ট সাংবাদিকতার স্টাইলশিট

ঢাকা পোষ্ট মুন্নী সাহা প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ১০:০৬

একটা গবেষণার কাজে আড্ডা দিতে এলেন মিতি আপা। আমার সাংবাদিকতা বিভাগের শিক্ষক। গবেষণার কাজে, ‘আড্ডা দেওয়া’—এমন করে অনেক গবেষকরা বলবেন না। কিন্তু মিতি আপা বলেছেন।


মিতি আপা বলেন, আমার এই শিক্ষকের এমন করে বলাটা, আরেক শিক্ষকের সাথে খুব মিল। মিল হবে না কেন? রক্ত তো কথা বলে! এটিএন নিউজে মিতি আপা আমার রুমে ঢুকেই, আবার দরজার দিকে তাকিয়ে বললেন, পাশের রুমটা মিশুকের ছিল, তাই না রে?
মিশুক মুনীর আমার শিক্ষক। ব্রডকাস্ট সাংবাদিকতায় যিনি গুড জার্নালিজমের সংজ্ঞাটা পোক্ত করার জন্য কানাডার রিয়েল নিউজের ‘ডিরেক্টর নিউজ অপারেশন্স’র দায়িত্ব ছেড়ে এসেছিলেন। ১০ বছর আগে তিনি পাশের ছোট্ট রুমটাতে জায়গা নিয়েছিলেন। মিশুক মুনীর, কুররাতুল-আইন-তাহমিনা মিতির কাজিন ভাই, বন্ধু। এক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকর্মীও তারা দুজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও