কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্ব বাঘ দিবসের প্রাক্কালে একটি মর্মান্তিক মৃত্যু

দেশ রূপান্তর প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ০৯:৩১

সুন্দরবনে সংবাদটি পৌঁছায় ভোর পৌনে পাঁচটাতেই। বিশ্বের সেরা গহিন গরান বনের বন্যপ্রাণী সমাজের সংগঠন ‘বাঘ, বানর, হরিণ ও কুমির’ (বাবাহকু) পর্ষদের প্রেসিডিয়াম প্রধান সুন্দর মিয়া তখন কচিখালীতে বর্ষাকালীন অবকাশ যাপন করছিলেন। বাবাহকু’র গৃহপালিত সংবাদ সংস্থা ‘উড়ো বিভ্রান্তকর সংশয় ও সন্দেহ’ (উবিসস) বাতাস বার্তার মাধ্যমে জানতে পারে যে লোকালয়ের কেন্দ্রস্থলে (খোদ রাজধানী ঢাকার পান্থপথের মাথায়, সার্ক ফোয়ারার সন্নিকটে এবং সোনারগাঁও হোটেলের অদূরে) বাঘের চাপায় পড়ে সেখানকার এক ভ্যানচালক মারা গেছেন কিছুক্ষণ আগে। উবিসস সংবাদটি সরাসরি সুন্দর মিয়াকে না জানিয়ে প্রথমে তথ্য ও প্রচার প্রধান হরিণা হাপানকে জানান।  কয়েক সপ্তাহে সুন্দরবন ও সুন্দরবনের বনেদি বাসিন্দা বাঘ সম্প্রদায় সম্পর্কে বেশ কিছু বিব্রতকর খবরাখবর এদিক সেদিক থেকে আসছে। ‘এক বাঘেই মেলে কোটি টাকা’ জাতীয় পিলে চমকানো খবর চাউর হওয়ার পর থেকেই বনের বাঘ সম্প্রদায়ের বর্ষীয়ান নেতা সুন্দরমিয়া বেশ বিচলিত বোধ করে চলেছেন। বিধান ব্যবস্থা ‘বনে জঙ্গলে’র মুখ্য মাতবর শিয়ালেন্দু মামাইয়াকে একটি জরুরি অধিবেশন ডাকার কথাও ভাবতে বলেছেন তিনি। আগামীকাল শিয়ালেন্দু-সুন্দর মিয়ার মধ্যে বৈঠকের কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও