সম্পাদক গোলাম সারওয়ার আর আমার পেশাগত সময়টা একই। দীর্ঘ সময় একসঙ্গে বিচরণ করেছি সাংবাদিকতার বিচিত্র জগতে। দেশে, দেশের বাইরে একসঙ্গে ঘুরেছি। অনেক তথ্য একসঙ্গে বসে পর্যালোচনা করেছি, বিশ্নেষণ করেছি। সাংবাদিকতার নানা দিক এবং ঘটমান নানা বিষয় নিয়ে বিতর্কও করেছি। আজ তিনি আমার কাছে জীবনের উজ্জ্বলতম অধ্যায়ের অমলিন স্মৃতি। গত তিন বছর হলো তিনি আমাদের মাঝে নেই। তবু তিনি আছেন। আমরা যারা তার সহকর্মী ছিলাম, সাংবাদিকতায় তার আদর্শে অনুপ্রাণিত অসংখ্য উত্তরসূরি আছেন, অসংখ্য মানুষ যারা তার সংস্পর্শ পেয়েছেন, তার লেখায়-চিন্তায় সমৃদ্ধ হয়েছেন, তাদের কারও হৃদয়ে গোলাম সারওয়ারের মৃত্যু নেই।
You have reached your daily news limit
Please log in to continue
তারকা সম্পাদক
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন