You have reached your daily news limit

Please log in to continue


দিনাজপুরে এক দিনে ৫ জনের প্রাণহানি

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। এ সময় নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২৬০ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৬১ শতাংশ।

তাদের মধ্যে জেলার সদর উপজেলায় ১২ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ফুলবাড়িতে ৩ জন, পার্বতীপুরে ১৩, খানসামায় ৭, বোচাগঞ্জে ১৬, বীরগঞ্জে ৬ ও বিরলে ৭ জন আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৬৬ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯০৭ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন