
ডেঙ্গু, মশক ও সিটি করপোরেশন
কভিড-১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্টের শেকল ভাঙার তৎপরতায় কোরবানি ঈদের পূর্ব-পশ্চাৎ মানুষ তথাকথিত কঠিন বিধিনিষধের শেকলে গৃহবন্দি। কিন্তু সেখানেও তার নিস্তার নেই; ঢাকা মহানগরীতে সাততলা থেকে তালতলা সর্বত্র মশার অবাধ বিচরণ; তার অগম্য কোনো স্থান নেই। এখন ডেল্টার সঙ্গে ডেঙ্গু মিত্র হয়ে নগরবাসীকে নাকাল করে চলেছে। ডেঙ্গুর খপ্পরে পড়ে আমার এক আত্মীয়ের কিশোরী কন্যার ঈদ উদ্যাপন হয়েছে হাসপাতালে। প্রায়ই শুনি ডেঙ্গুর বাহক এডিস মশা পরিষ্কার পানিতে ডিম ছাড়ে। সে জন্য আমার খুব অবাক লাগে, ঢাকার মতো এত নোংরা এবং দূষণযুক্ত নগরীতে এই খানদানি মশার এত দ্রুত বংশবিস্তার ঘটে কীভাবে? আমরা কি সবাই শৌখিন হয়ে গিয়ে বাসায় ফুলের বাগান করছি আর তাতে পানির ওভার ডোজ চালাচ্ছি?
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| মোহাম্মদপুর, ঢাকা
১ বছর, ৩ মাস আগে
ঢাকা পোষ্ট
| গুলশান ২
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে