একটা প্রজন্ম ‘নাই’ হয়ে যাচ্ছে
মঙ্গলবার (১০ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৪ জন; যা দেশে করোনা মহামারিকালে একদিনে সর্বোচ্চ। এর আগে গত ৫ আগস্টও ২৬৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর মঙ্গলবার জানায়, সরকারি হিসাবে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা এখন ২৩ হাজার ১৬১।
মঙ্গলবার মারা যাওয়া ২৬৪ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন পাঁচ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয় জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে