এক যুগ ধরে ঝুলছে শুধুই সাইনবোর্ড

ডেইলি স্টার চর রাজীবপুর প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ১০:০১

গত ১২ বছর ধরে শুধু সাইনবোর্ডই ঝুলছে বীর প্রতীক তারামন বিবি পাঠাগারের। এখানে নেই কোনো বই-পুস্তক, নেই পাঠাগারের কোনো কার্যক্রম। কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা পরিষদের একটি ঘরে বীর প্রতীক তারামন বিবি পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয় ২০০৯ সালে। বর্তমানে সেখানে আনসার সদস্যরা বাস করছেন। পাশাপাশি ঝুলছে বীর প্রতীক তারামন বিবি পাঠাগারের সাইনবোর্ড।


২০০৯ সালে বীর প্রতীক তারামন বিবি তার নামে পাঠাগারটির উদ্বোধন করেছিলেন। ২০১৮ সালের ১ ডিসেম্বর ৬১ বছর বয়সে তিনি মারা যান। তারামন বিবির ছেলে আবু তাহের দ্য ডেইলি স্টারকে বলেন, 'মায়ের নামে পাঠাগারটিতে প্রথম দিকে কয়েক বই ও চেয়ার টেবিল ছিল। কয়েকমাস পর সেগুলো আর দেখা যায়নি। বর্তমানে পাঠাগারটিতে শুধু সাইনবোর্ডই ঝুলছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও