এপার ভাঙে ওপার গড়ে
কঠোর লকডাউনে অনেকের অনেক অসুবিধা হলেও আমার একটু সুবিধাই হয়েছিল। মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজারে আমার অফিস যেতে মিনিট দশেক লাগত। শেষদিকে সময় একটু বেশি লাগছিল। তবে সোমবার রাস্তায় নেমে আমি রীতিমত ভড়কে যাই। কাগজে-কলমে কঠোর বিধিনিষেধ বা কঠোর লকডাউন থাকলেও রাস্তা দেখলে তা বোঝার উপায় নেই। গণপরিবহন নেই, তাতেই রাস্তায় বাম্পার টু বাম্পার জ্যাম। আমি একটু বিভ্রান্ত হয়ে গেলাম, লকডাউন তো ১০ আগস্ট পর্যন্ত বহাল থাকার কথা, ১১ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু খুলে দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়েছে রোববার সন্ধ্যায়।
মানুষ কি সেই প্রজ্ঞাপনকেই নিজ দায়িত্বে এগিয়ে নিল, নাকি আমার বোঝার কোনো ভুল হচ্ছে। আবার চেক করে দেখলাম। কাগজে-কলমে মঙ্গলবার পর্যন্ত লকডাউন থাকবে, বুধবার থেকে জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার কথা। বুঝলাম—কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। কঠোর বিধিনিষেধ প্রজ্ঞাপনে থাকলেও রাজপথে নেই।