যেসব ক্ষেত্রে দেওয়া হবে মুক্তিযুদ্ধ পদক
সাতটি অবদানের জন্য মুক্তিযুদ্ধ পদক দেবে সরকার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছরেই এ পদক প্রবর্তন করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে সম্প্রতি মুক্তিযুদ্ধ পদক নীতিমালা-২০২১ চূড়ান্ত করা হয়েছে। নীতিমালাটি গেজেট আকারে প্রকাশের জন্য ইতোমধ্যে সরকারি ছাপাখানায় পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য ‘মুক্তিযুদ্ধ পদক’ প্রদান করা হবে সেগুলো হলো—স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সংগঠনে ভূমিকা; সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বীরত্বপূর্ণ ভূমিকা পালন; স্বাধীনতা পরবর্তীকালে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন; মুক্তিযুদ্ধ/স্বাধীনতা বিষয়ক সাহিত্য রচনা; মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র/তথ্যচিত্র/নাটক নির্মাণ/সংস্কৃতিক কর্মকাণ্ড; মুক্তিযুদ্ধ/স্বাধীনতা বিষয়ক গবেষণা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ।