রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু, শনাক্ত ২৫.৫৪ শতাংশ
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯১ জন। এ নিয়ে বিভাগে গত নয় দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। আজ সোমবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর ও নীলফামারীর তিন জন করে, রংপুরের পাঁচ জন, পঞ্চগড় ও কুড়িগ্রামের একজন করে, ঠাকুরগাঁওয়ের চার জন এবং গাইবান্ধায় দুই জন আছেন। একই সময়ে বিভাগে এক হাজার ৫৩১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩৯১ জন। শনাক্তের হার ২৫ দশমিক ৫৪ শতাংশ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে