ভোগের বলি
শহর থেকে রাজা হারিয়ে গেছে। কেউ বলছে রাজা চম্পট দিয়েছে। কারো মতে, রাজা আছে আগের মতোই, বিপদ বুঝে অদৃশ্য রূপ নিয়েছে। রাজাদের চরিত্র এমনই, লাম্পট্য ছেড়ে চম্পট দেয়। দায় নিতে হয় রানীর। আদিকাল থেকেই সমাজ, রাষ্ট্র এমন করেই তৈরি হয়েছে। পুরুষ করবে ভোগ। নারী হবে ভোগ্য পণ্য। ভোগ করা শেষে মোড়ক ছুঁড়ে ফেলে দেওয়াই ভোক্তার অভ্যাস বা চরিত্র। রাজন্যগণ তাই করেন। আমাদের রাজারা একই কাজ করে যাচ্ছেন।
শহর, সমাজ, রাষ্ট্র এখন রাজা উৎপাদনের কারখানা। উৎপাদন সূচক ঈর্ষণীয়। এখানে রাজা হওয়াটা ইচ্ছে মাত্র। যেকোনো উপায়ে অফুরান অর্থযোগ মুশকিলের ব্যাপার নয়। অতিক্ষুদ্র কর্মচারী থেকে সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি একই ফর্মুলা মেনে অফুরান টাকার মালিক হয়ে যাচ্ছে কোনো সোনা-রূপার কাঠির পরশ ছাড়াই।
- ট্যাগ:
- মতামত
- নারী
- অপরাধ
- নেপথ্যে
- মুখোশের আড়ালে