রোহিঙ্গাদের মর্যাদা আর অধিকারের কথা কি শুধুই 'আবদার'?
সম্প্রতি বিশ্বব্যাংক আশ্রয়দাতা দেশগুলোতে রোহিঙ্গাদের চাকুরী করার, জমি কেনার বা স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার দেয়ার প্রস্তাব দিয়েছে, এমন একটি খবর আমার পরিচিত কয়েকজন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সময় বিদ্রূপ করে লিখেছে যে, "এহ, মামার বাড়ির আবদার"। "আবদার" শব্দটি ব্যবহার করে গণমাধ্যমও সংবাদ পরিবেশন করেছে দেখলাম।
সোশ্যাল মিডিয়ায় বিশ্বব্যাংকের বিরুদ্ধে আবদার বিষয়ক এই মন্তব্যগুলো যখন পড়ছিলাম তখন আমার হঠাৎ এ বছরের মে মাসের মাঝামাঝি সময়ে স্কটল্যান্ডের গ্ল্যাসগো শহরে ঘটে যাওয়া একটি ঘটনার কথা মনে পড়ে গেল।
ব্রিটেনের অভিবাসন কর্মকর্তারা যখন দুজন আশ্রয়প্রার্থীকে আটক করে তাদের ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো তখন প্রায় দুশো প্রতিবেশী এগিয়ে এসে অভিবাসন কর্মকর্তাদের ওই ভ্যানের চতুর্দিকে ঘিরে ধরে। গাড়ি আর সামনে এগোতে পারে না, প্রতিবেশীরা স্লোগান দিতে থাকে আর বলে, "এরা আমাদের প্রতিবেশী, এদেরকে ছেড়ে দাও"।
দিনব্যাপী ওই প্রতিরোধের মুখে আটক করা ওই শরণার্থীদের ছেড়ে দেয়া হয়।