![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F31%2Fshimulia_30july21_0.jpg%3Fitok%3DoTY6fovD%26timestamp%3D1627727640)
বারবার একই ভুল, হুঁশ ফিরবে কবে!
আবারও সেই একই ভুল! আবারও সেই হঠকারিতা। এতদিন ধরে বলা হচ্ছিল, দেশে যতদিন কঠোর লকডাউন আছে, ততদিন কোনো শিল্পকারখানা খোলা হবে না। শুধু ঈদের আগে নয়, এই তো দুদিন আগেও মন্ত্রীরা বলেছিলেন, 'লকডাউনে খুলছে না কিছু'। কিন্তু, রাতারাতি সেই সিদ্ধান্ত বদলে গেল।
ছুটির দিনে অর্থাৎ শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দিয়ে জানানো হলো, রোববার সকাল ছয়টা থেকে পোশাকসহ সব রপ্তানিমুখী শিল্পকারখানা বিধিনিষেধের আওতামুক্ত। এরপর রোববারই কাজে যোগ দেওয়ার জন্যে মালিকরা নির্দেশ দিলো। কিন্তু, চলমান কঠোর লকডাউনে শ্রমিকেরা দূর-দূরান্ত থেকে কীভাবে কর্মস্থলে ফিরবেন, তার কোনো নির্দেশনা ছিল না কোথাও। না সরকারি প্রজ্ঞাপনে, না মালিকদের কথায়।