অসিদের আরোপ করা করোনা প্রটোকল মেনে সর্বোচ্চ সতর্ক, সাবধানী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর টিম অস্ট্রেলিয়াও সেই বিমানবন্দর থেকে নিজেদের আরোপিত কড়া করোনা প্রটোকল মেনেই এখনও তিনদিনের রুম কোয়ারেন্টাইনে।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনও জানিয়েছেন, খালি চোখে এক-আধটু অতিরঞ্জিত মনে হলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটাই স্বাভাবিক। এখন যে পরিস্থিতি, তাতে স্ট্যান্ডার্ড বায়ো বাবল প্রটোকল আছে। বর্তমান পরিস্থিতিতে এটাই নিউ নরমাল এবং এভাবেই ইভেন্টগুলো আয়োজন করতে হবে।